০১. জেলা সমাজসেবা কার্যালয় :- ৩৩০ পাড়েহাট রোড, পিরোজপর।
০২. উপজেলা সমাজসেবা কার্যক্রম :- ৭টি। সদর,নাজিরপুর,নেছারাবাদ,মঠবাড়ীয়া,কাউখালী,ভান্ডারিয়া এবং জিয়ানগর।
০৩. পল্লী মাতৃকেন্দ্র কার্যক্রম :- ৬টি উপজেলা সদর,নাজিরপুর, নেছারাবাদ, মঠবাড়ীয়া, ভান্ডারিয়া এবং জিয়ানগর
০৪. পল্লী সমাজেসবা কার্যক্রম (আরএসএস):- ৭ টি উপজেলা সদর,নাজিরপুর,নেছারাবাদ,মঠবাড়ীয়া, ভান্ডারিয়া এবং জিয়ানগর
০৪.এসিড দগ্ধ মহিলা ও শারীরিক প্রতিবন্ধীদের পুনর্বাসন কার্যক্রম :- সমগ্র জেলায়।
০৫. আশ্রয়ন প্রকল্পের ঘুর্ণায়মান তহবিল :- ২টি উপজেলা।
কাউখালী এবং ভান্ডারিয়া ,
০৬. সরকারি শিশুপরিবার (বালিকা) :- ১টি (১০০ আসন বিশিষ্ট) পিরোজপুর।
০৭. শহর সমাজসেবা কার্যক্রম :- ১টি (খেয়া ভবন ৪থর্থ তলা পিরোজপুর।
০৮. হাসপাতাল সমাজসেবা কার্যক্রম :- ১টি (সদর হাসপাতাল), পিরোজপুর।
০৯. সমন্বিত অন্ধশিক্ষা কার্যক্রম :- ১টি (আদর্শ হাই স্কুল), পিরোজপুর।
১০. প্রবেশন এ্যান্ড আফটার কেয়ার সার্ভিসেস :- ১টি।
১১. বয়স্ক ভাতা কার্যক্রম :- সমগ্র জেলায়।
১২. মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা কার্যক্রম :- সমগ্র জেলায়।
১৩. অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা প্রদান কার্যক্রম :- সমগ্র জেলায়।
১৪. প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি কর্মসূচি :- সমগ্র জেলায়।
১৫. বিধবা ও স্বামী পরিতাক্তা দুঃস্থ মহিলাদের ভাতা কার্যক্রম :-সমগ্র জেলায়।
১৬. মোট নিবন্ধীকৃত স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান :- ১০৪৫ টি।
১৭. নিবন্ধীকৃত এতিম খানা/ অনাথালয় :- ২১২ টি ।
১৮. ক্যাপিটেশন গ্রান্ট প্রাপ্ত এতিমখানা/ অনাথালয় :- ২০৭ টি (২০১১-১২ অর্থবছর)।
১৯. বিভাগীয় অনুদান প্রাপ্ত স্বেচ্ছাসেবী সংস্থা :- ২২ টি (২০১১-১২ অর্থবছর)।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস